সর্বশেষ আপডেট পেতে জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join Telegram.

বন্যাদুর্গত অঞ্চলের জন্য প্রয়োজনীয় মেডিসিন

Healthy Life

 


বন্যা দুর্গত এলাকায় মানুষদের জন্য প্রাথমিকভাবে কি কি ঔষধ সাথে নেওয়া যায়। 


পানি বিশুদ্ধকরণের জন্য : যেহেতু বন্যাদূর্গত অঞ্চলে নিরাপদ পানির সংকট  থাকে বেশী, সেহেতু পানি বিশুদ্ধকরার জন্য আমরা Halotab 50mg/ Aquatabs 33mg এই দুইটা মেডিসিন ব্যাবহার করতে পারি। 


পানি বিশুদ্ধিকরণ মেডিসিন ব্যাবহারের নিয়ম: 

১. পাতলা সুতি কাপড় দিয়ে পানি ছেঁকে পরিষ্কার পাত্রে নিন।

২. প্রতি ৩ লিটার পানির জন্য একটি ট্যাবলেট পানি দিন। 

৩. এবার ৩০ মিনিট অপেক্ষা করুন। 


বন্যার এসময় ডায়রিয়ার প্রাদুর্ভাব ভাব দেখা দিতে পারে, তাই সব থেকে বেশি প্রয়োজন হবে খাবার স্যালাইন- ORS 

ORS না থাকলে আপনি ঘরোয়া পরিবেশে খাওয়ার স্যালাইন তৈরি কিভাবে করবে:

১. একটা পরিষ্কার পাত্রে ১ গ্লাস  সমপরিমাণ পানি নিন।

২. এবার ৩ আঙ্গুলের ১ চিমটি লবণ এবং ১ চা চামচ চিনি পানিতে ভালোভাবে মিশিয়ে নিন।


বন্যাদূর্গত অঞ্চলে সাধারণত জ্বর, ঠান্ডা, কাশি, বমি, পেট ব্যাথা, মাথা ব্যাথা, ডায়রিয়া,  চুলকানি এসব সমস্যা দেখা দিতে পারে তার জন্য নিম্নের মেডিসিন গুলো সাথে রাখতে পারেন।

- Antibiotics - Azithromycin, Ciprofloxacin, Metronidazole tablet & syrup 


- Anti-helminthic - Albendazole/ Mebendazole tablet & syrup 


- Anti-emetic - Emistat tablet & syrup 


- Anti-pyretic - Paracetamol tablet & syrup 


- Anti-diarrhoeal - Algin,  Receca  tablet/ capsule & syrup 


- Anti-histamine - Fexo / Alatrol / Histacin tablets & syrup 


- Anti-tussive   - Mirakof / Ocof syrup


-Anti-Allargic - Astemizole / Beclomethasone / Brompheniramine /Carbinoxamine / Celiprolol / Cetirizine


বন্যা কবলিত জায়গা থেকে উদ্ধারের পরে ছোটখাটো ইনজুরি থাকতে পারে তাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজন হবে: 

- Roll bandage, cotton, gauze, povisep, bactrocin / viodin/ nebanol ointment, micropore, hexisol


আবারো বলতে চাই বাংলাদেশের ইতিহাসের সব থেকে ভয়াবহ দুর্যোগ এটা, কাঁধে কাধ মিলিয়ে কাজ করা ছাড়া আর কোন বিকল্প আমাদের হাতে নেই। 


আল্লাহ আমাদের সহায় হোক।

Post a Comment

Welcome
Welcome to Healthy Life BD.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.